দেশান্তর ডেস্ক:
সিরাজগঞ্জ জেলায় অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। এ টুর্নামেন্টে রাজশাহী রেঞ্জের অন্তর্ভুক্ত মোট ৮টি জেলা একক গ্রুপ, জুনিয়র দ্বৈত গ্রুপ ও সিনিয়র দ্বৈত গ্রুপে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় নওগাঁ জেলা পুলিশ ক্রীড়াঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে একক গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি জুনিয়র দ্বৈত গ্রুপেও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় দলটি। এছাড়া সিনিয়র দ্বৈত গ্রুপে রানার-আপ হয়ে নওগাঁ জেলা পুলিশ সামগ্রিকভাবে প্রশংসনীয় সাফল্য অর্জন করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন নওগাঁ জেলা পুলিশের কনস্টেবল নং–৯৮০ তোহা। তাঁর নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্স দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে এই গৌরবোজ্জ্বল সাফল্যে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রেখে পেশাগত দক্ষতা আরও বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




















