আলামিন খান
জাবি প্রতিনিধি
জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে তাৎক্ষণিক পৌঁছে দিতে শহীদ শ্রাবণ – আলিফ বাইক সার্ভিস চালু করা হয়েছে। এই বাইক সেবায় ০৪ টি বাইক সেবা দিয়ে যাচ্ছে।
রবিবার (২১ ডিসেম্বর)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার শুরুর দিন থেকেই চালু হয় এই বিশেষ বাইক সেবা, যা আগামী ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে।
শহিদ শ্রাবণ-আলিফ বাইক সার্ভিস সম্পর্কে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন,”জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে তাৎক্ষণিক পৌঁছে দিতে শহীদ শ্রাবণ – আলিফ বাইক সার্ভিস চালু করা হয়েছে। এ সেবায় ০৪ টি বাইক সেবা দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন-
শহীদ শ্রাবণ – আলিফ বাইক সার্ভিসের মাধ্যমে পরীক্ষার্থীদের তাৎক্ষণিক পরিবহন সহায়তা নিশ্চিত করে মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় ছাত্রশক্তি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং পরীক্ষা যেন নিশ্চিন্ত পরিবেশে দেওয়া যায় সে লক্ষ্যেই এ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।”




















