মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে অনলাইনভিত্তিক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এস এস আইটি তিন দিনব্যাপী ফ্রি ওয়ার্কশপের আয়োজন করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মেহেরপুর শহরের বড়বাজারস্থ হুদা প্লাজার দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির মেহেরপুর শাখায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি ট্রেইনিং অ্যান্ড ইনোভেশন সেন্টার (মেহেরপুর প্রকল্প)-এর সহকারী প্রকৌশলী জিনারুল ইসলাম। তিনি বলেন, “তরুণরা প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিজের দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে—এই লক্ষ্যেই আমরা কাজ করছি।”
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “অনলাইন ব্যবসায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত দক্ষতা, সাইবার নিরাপত্তা এবং নতুন ট্রেন্ড সম্পর্কে নিয়মিত আপডেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে এস এস আইটি–এর সিইও সাফিন সজল, সিএও রুবেল আহমেদ এবং সিইও ইরফানা তাসনুবা অদিতি বক্তব্য রাখেন। তারা জানান, কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং, অনলাইন স্টোর ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, কাস্টমার সার্ভিস, ই-কমার্স পরিচালনা এবং অনলাইন আয়ের আধুনিক কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।
এস এস আইটি কর্তৃপক্ষ আরও জানায়, মেহেরপুরের তরুণ ও উদ্যোক্তাদের আইটি সেক্টরে দক্ষ করে তোলা এবং প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিই তাদের প্রধান লক্ষ্য।
কর্মশালার প্রথম দিনেই নতুন ও সম্ভাবনাময় অনলাইন উদ্যোক্তাদের ব্যাপক সাড়া দেখা গেছে। আয়োজকদের মতে, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হলে জেলায় ডিজিটাল ব্যবসার পরিধি আরও সম্প্রসারিত হবে।
তিন দিনব্যাপী এই ওয়ার্কশপ আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) ও শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত চলবে।


















