ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার মধ্যম চাঁদপুর এলাকায় ছকিনা বেগমের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার ফেনী সদর প্রতিনিধি মোহাম্মদ হানিফের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী সদর কো–অর্ডিনেটর ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম (B.C.P.C.)–এর সদস্য, জনতার অনলাইন প্রেস ক্লাব এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (B.N.J.F.)–এর আজীবন সদস্য সাংবাদিক মোহাম্মদ হানিফ সোমবার বিকেল প্রায় ৫টা ৩০ মিনিটে মধ্যম চাঁদপুর এলাকার নবী হোটেলে নাস্তা করছিলেন। এ সময় স্থানীয় একটি চক্র তাকে দেখে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
নাস্তা শেষে তিনি সোনাগাজীর উদ্দেশ্যে সিএনজি স্ট্যান্ডে গেলে ১১ জনের একটি দল তার ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং জোরপূর্বক একটি সিএনজিতে তোলার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হানিফের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত সিরাজ উদ্দিন হারুন (পিতা: মৃত আবু আহমেদ), করিমুল হক (পিতা: মৃত তানু মিয়া) এবং আলমগীর হোসেন (পিতা: মৃত ইউনুস মিয়া)–এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৮–৯ জন ব্যক্তির জড়িত থাকার কথা বলা হয়।
ঘটনার পর দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ করিম এবং মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান আবুল কাশেম ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক হানিফকে উদ্ধার করেন। পরে তারা ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ (মামলা) দাখিল করেন।
থানার ডিউটি অফিসার জানিয়েছেন, ঘটনাটি তদন্তের দায়িত্ব পুলিশ সদস্য গোলাম কিবরিয়াকে দেওয়া হয়েছে।
















