দেশান্তর ডেস্ক
আজ বাংলাদেশের শিল্পখাতের এক প্রথিতযশা ব্যক্তিত্ব, বিআরবি গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি হাজী মোঃ মুজিবুর রহমান-এর জন্মদিন। এই বিশেষ দিনে তাকে ঘিরে শিল্পাঙ্গন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য কর্মজীবী মানুষের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।
হাজী মোঃ মুজিবুর রহমান এমন একজন শিল্পনেতা, যিনি সততা, অধ্যবসায় ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের শিল্পখাতে একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছেন। ১৯৭৮ সালে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি যে শিল্পযাত্রা শুরু করেছিলেন, তা আজ চার দশকেরও বেশি সময় পেরিয়ে দেশের বিদ্যুৎ, অবকাঠামো ও নির্মাণ খাতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
তার নেতৃত্বে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজ দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান প্রশংসনীয়। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত বিআরবির পণ্য দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বৈশ্বিক বাজারেও বাংলাদেশের সক্ষমতার পরিচয় বহন করছে।
শিল্পপতি হাজী মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো—মানের প্রশ্নে আপসহীনতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা। তার দৃষ্টিতে শিল্প কেবল মুনাফাভিত্তিক কার্যক্রম নয়; বরং এটি কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনীতিতে অবদান রাখা এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের একটি মাধ্যম। এই দর্শনের ফলেই বিআরবি গ্রুপ একটি দায়িত্বশীল ও আস্থাশীল কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তার দূরদর্শী নেতৃত্বে বিআরবি গ্রুপ অর্জন করেছে দেশি-বিদেশি নানা সম্মাননা ও স্বীকৃতি। আন্তর্জাতিক জরিপে বিশ্বের শীর্ষ কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকায় বিআরবির অবস্থান বাংলাদেশের শিল্পখাতের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
জন্মদিন উপলক্ষে বিআরবি গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং শুভানুধ্যায়ীরা হাজী মোঃ মুজিবুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেছেন। তাদের প্রত্যাশা—এই অভিজ্ঞ শিল্পনেতার হাত ধরেই আগামী দিনে বাংলাদেশের শিল্পখাত আরও গতিশীল ও শক্তিশালী হবে।
এই শুভ জন্মদিনে শিল্পপতি হাজী মোঃ মুজিবুর রহমানের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।


















