জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ । মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়া উদ্দিন আয়ান, সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ শিহাব। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিয়া রহমান অন্বেষা, এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুল ইসলাম রিয়াজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।



















