আপোষহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
দৈনিক দেশান্তর ডেস্কঃ
চিৎলা পাট বীজ খামার শ্রমিক ইউনিয়ন ফেডারেশন কর্তৃক আয়োজিত এক বিশেষ দোয়া অনুষ্ঠানে দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সমাজ, রাজনৈতিক নেতা, ছাত্র সমাজ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আবেগঘন ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে উপস্থিত সবাই মরহুমা নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথিাত হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান বাবলু, ধানখোলা ইউপি চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব মো. শফিউর রহমান টমা এবং ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র নেতা মোঃ নয়ন হোসেন, সাবেক সহ-সভাপতি, মেহেরপুর জেলা ছাত্রদল, এবং সাংবাদিক মানবাধিকার কর্মী মামুন অর রশিদ বিজন।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন আক্তারুজ্জামান লিটিল। সঞ্চালকের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও মনোযোগ আকর্ষণকারী পরিবেশে সম্পন্ন করা হয়।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষা ও দেশের জন্য তাঁর ত্যাগ স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিচল সৈনিক। তাঁর রাজনৈতিক আদর্শ আজও গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
দোয়া অনুষ্ঠানের শেষ ভাগে মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত, দেশের শান্তি, জনগণের কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিতরা তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে সচেতনতা ও ঐক্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।




















