স্টাফ রিপোর্টার, দৈনিক দেশান্তর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার লক্ষ্যে তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এ উদ্দেশ্যে তাঁর পুত্রবধূ ও যুক্তরাজ্যে বসবাসরত চিকিৎসক ডা. জোবাইদা রহমান আগামীকাল ঢাকায় আসছেন বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র বলছে, কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও জটিলতা রয়ে গেছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার সুপারিশ করেন। সেই আলোচনার অংশ হিসেবেই ডা. জোবাইদা রহমানের ঢাকায় আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসা–বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার, কিডনি, ফুসফুস ও হৃদযন্ত্র–সংক্রান্ত বিভিন্ন জটিলতা পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত আন্তর্জাতিক মেডিকেল টিমের প্রয়োজন। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁকে ভর্তি করানোর বিষয়ে প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে তারা কাজ করে যাচ্ছেন। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনাও জানানো হয়েছে।
ডা. জোবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পর চিকিৎসা–বোর্ডের সঙ্গে বৈঠকে বসে লন্ডনে স্থানান্তর এবং ফ্লাইট–সংশ্লিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত করবেন বলে জানা গেছে। দলীয় একাধিক সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে যুক্তরাজ্যে নেওয়া হতে পারে।
দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম জিয়ার স্বাস্থ্যের প্রতি ব্যাপক সামাজিক উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে।
















