বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, আপসহীন সংগ্রামের প্রতীক ও ছাত্রসমাজের অনুপ্রেরণার বাতিঘর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।
একজন ছাত্রদল কর্মী হিসেবে শৈশব থেকেই যাঁর নাম শুনে রাজনীতি চিনেছি, ছাত্রজীবনে যাঁর আদর্শ বুকে ধারণ করে রাজপথে দাঁড়ানোর সাহস পেয়েছি—সেই মহান নেত্রীর বিদায়ে আজ নিজেকে অভিভাবকহারা মনে হচ্ছে। কারাবন্দিত্ব, নির্যাতন ও অবহেলার মাঝেও তিনি যেভাবে গণতন্ত্রের পতাকা সমুন্নত রেখেছেন, তা আমাদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
তিনি আমাদের শিখিয়েছেন ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ, সাহস ও সংগ্রামী চেতনা ছাত্রদলের প্রতিটি কর্মীর রক্তে মিশে থাকবে।
ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর অঙ্গীকার—তাঁর দেখানো পথ অনুসরণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে সংগ্রাম অব্যাহত রাখব।
মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন।
শ্রদ্ধা ও অশ্রুসিক্ত সালাম।
শোকজ্ঞাপক— সাদিকা তামান্না রেমি, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।




















