গাজী ইব্রাহিম খলিল, নারায়ণগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত এ সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতার চেতনাকে অটুট রাখতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, কোষাধ্যক্ষ আবু সাঈদ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী এবং সদস্য আমির হোসেন মোল্লা, জাকির হোসেন রবিন, রাহাত চৌধুরী ও আল আমিন।

















