মেহেরপুর প্রতিনিধি: মানবতা, সমাজসেবা ও স্বেচ্ছাসেবার আদর্শকে সামনে রেখে কাজ করা অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটি (CFH)–এর মেহেরপুর জেলা ইউনিটের রিসার্চ অ্যান্ড কালচারাল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবিহা শবনম শোভা।
গত ১৭ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেহেরপুর জেলা ইউনিটের কার্যক্রম ও ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মামুন অর রশিদ বিজন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এবং প্রধান সমন্বয়ক মিলি আক্তার বর্ষা।
কেন্দ্রীয় কমিটির নীতিমালা ও গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল পর্যায়ে মানবসেবা, সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মেহেরপুর জেলা ইউনিট গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী এক বছরের জন্য অনুমোদিত জেলা কমিটিতে সাবিহা শবনম শোভাকে রিসার্চ অ্যান্ড কালচারাল সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।
নবনিযুক্ত সমন্বয়ক সাবিহা শবনম শোভা বলেন, “গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমার লক্ষ্য। কাম ফর হিউম্যানিটির প্ল্যাটফর্ম ব্যবহার করে মেহেরপুরে মানবিক সচেতনতা ও সংস্কৃতিচর্চা আরও বিস্তৃত করতে কাজ করবো।”
কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করে জানায়, তাঁর মেধা, সৃজনশীলতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে মেহেরপুর জেলা ইউনিটের গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম নতুন মাত্রা পাবে।



















