যাকারিয়া আহমাদ খুবায়েবী, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইসলামিক ফাউণ্ডেশন কতৃক আয়োজিত “১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা কুরআন খতম ও বিশেষ দোয়া” অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার(১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে দশ ঘটিকায় আলফাডাঙ্গা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে এ আয়োজন সভা পবিত্র কুরআন শরিফ থেকে তেলাওয়াত করে শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে আলফাডাঙ্গা ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার তামিম আহমেদ (মিলন)-এর পরিচালনায় বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের মসজিদ ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক, শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।



















