মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচর উপজেলার টংটুল্যা পাড়া এলাকায় সোমবার বিকেলে মার্মা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৯৯ নং (রাঙামাটি) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মোখতার আহম্মদ নানিয়ারচরের উন্নয়ন ও জনগণের কল্যাণকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি জনগণের স্বার্থে যেকোনো কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন এবং আসন্ন নির্বাচনে সঠিক নেতৃত্ব নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, আমি বিশ্বাস করি, একসাথে কাজ করলে নানিয়ারচর এলাকার মানুষের জীবনে উন্নয়ন, সেবা ও শান্তি নিশ্চিত করা সম্ভব। তিনি তাঁর মূল নীতির কথা উল্লেখ করে আরও বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যাগুলো শোনা এবং সমাধানের চেষ্টা করা আমার মূল নীতি। আমার লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. মানছুরুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, শূরা ও কর্ম পরিষদ সদস্য নুরুল করিম, পৌরসভা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ এবং সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নানিয়ারচর উপজেলা আমির মাওলানা জুলফিকার আলি। এছাড়া মাওলানা সিরাজী ও ডা. জাকিরসহ এলাকার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণ প্রকল্পে সক্রিয় ভূমিকা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীলভাবে অংশ নিতে উৎসাহিত করেন। এক বন্ধুত্বপূর্ণ ও উৎসাহজনক পরিবেশে সম্পন্ন হওয়া এই সভায় উপস্থিত মার্মা সম্প্রদায়ের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অ্যাডভোকেট মোখতার আহম্মদের প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেন।
















